অর্থনীতি

বাজারে এত সোনা, অথচ আমদানি নেই কেন ? এনবিআর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, বাজারে এত এত সোনা, অথচ সোনা আমদানি নেই কেন- এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। এর জবাবটা আমি খুঁজতে চাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, সোনা চোরাচালান দেশের মানুষের জন্য ভালো নয়,কারো জন্যই ভালো নয়। তারপরেও এটা হচ্ছে। প্রশাসন হয়ত ১০০ টার মধ্যে একটা ধরতে পারে; নানা কারণে ৯৯টা ধরতে পারে না।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমস্যাগুলো কী, আমাদের জানান। আমরা ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে চাই

 সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীমের দেশের বাইরে খুন হওয়ার ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সবশেষ বড় একটা সেনসেশনাল মান্টিন্যাশনাল কিলিংদেখেছি, যার লাশও পাওয়া যায়নি। বলা হয় উনি এই কাজের সঙ্গে (সোনা চোরাচালান) জড়িত ছিলেন।

এসময় বাজুস নেতারা বলেন, চার বছর ধরে আমদানির লাইসেন্স দেয়া হচ্ছে। দুই বছর ব্যবসায়ীরা আর্থিক কারণে আমদানি করতে পারেনি। এনবিআরের উচিত করহার কমানো। আমদানি পদ্ধতি সহজ করার দাবিও তোলেন ব্যবসায়ীরা।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “অনেক প্রবাসী সোনা নিয়ে আসেন। তাদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ব্যাগেজ রুলসটা অপব্যবহার করা হচ্ছে। আমরা ব্যাগেজ রুলস পরিবর্তন করব, যেন ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারেন।

আবদুর রহমান খান বলেন, ডলার সংকটের কারণে চাল ও গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বিল পরিশোধ করা যাচ্ছে না। ব্যাংকিং খাতে শেখ হাসিনার সরকারকে এ অরাজকতার জন্য দায়ী করেন তিনি।

তিনি বলেন , ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন সরকারও এই ধরনের রেস্ট্রিকশন তুলে নেয়া হবে।

আই/এ

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন এনবিআর চেয়ারম্যান