জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে উপদেষ্টা আসিফের কঠোর হুঁশিয়ারি

বায়ান্ন প্রতিবেদন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে তিনি এই সতর্কবার্তা জানান।

তিনি লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে বিভিন্ন কথা বলতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করা যাবে না।

আসিফ মাহমুদ আরও লিখেছেন, এই প্রজন্মের রক্ত ও সংগ্রামের ফসল জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো ধরনের মিথ্যাচার মেনে নেওয়া হবে না। অনেক বিষয়ে চুপ থাকা যায়, কিন্তু ইতিহাসের সত্যকে মুছে ফেলার চেষ্টা কখনোই সহ্য করা যাবে না। তিনি ইতিহাস দখলের এই নোংরা খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন জুলাই গণঅভ্যুত্থান | উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া