ক্যাম্পাস

কুয়েট শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)উত্তেজনা এবং ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা তিনটা থেকে সংঘর্ষ শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি ঠিকানা, এই কুয়েটে হবে না’, ‘দাবি মোদের একটায়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই’, ‘এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা’-সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাদের সঙ্গে ছাত্রদের অন্য একটি গ্রুপের উত্তেজনা দেখা দেয়। সেখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যা পরে সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, আজ সকালে ক্যাম্পাসের রাজনীতি ফেরানো, শিক্ষার্থীদের মারধর, মাইক কেড়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগ এনে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেন সাধারণ শিক্ষার্থীরা।

এসময় মুজাহিদ ও উৎপল নামে দুই শিক্ষার্থী জানান, কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি প্রবেশ করানো এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর উসকানি প্রদান করে হামলা, মাইক কেড়ে নেয়ার কারণে অন্তত ১৮ জনকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

তাদের দাবি কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও শাস্তির বিধান উল্লেখপূর্বক প্রজ্ঞাপন আকারে অর্ডিনেন্স এ যুক্ত করতে হবে। সেসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কুয়েটে রাজনীতি প্রবেশের জন্য সহায়তা করেছে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। নিরাপত্তাজনিত কারণে কুয়েট ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনতে হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিকেল ৫ টার মধ্যে এসব দাবি মানার আল্টিমেটামও দেয়া হয়

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন কুয়েট | শিক্ষার্থীদের | দুই | গ্রুপের | মধ্যে | ব্যাপক | সংঘর্ষ | আহত | ১০