খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গেলো বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক।
ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৬ দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি ডেকেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কুয়েটে সংঘর্ষ এবং এর পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করলেও ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও ছাত্রলীগকে।
এমএ//