স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর গাফিলতি পাওয়া গেলে ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ বিষয়ে কাজ করছে।
এর আগে, জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
সকালেই রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরে তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের ছয় সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।
এসি//