কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উলটে পড়লে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, কুষ্টিয়া শহর থেকে ইবি ক্যাম্পাসে যাওয়ার সময়। বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে ধানক্ষেতে উলটে পড়ে। আহতদের আহতদের উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
তবে ধানক্ষেতে কর্মরত একজন জানায়, বাসটি ফাঁকা সড়কে দ্রুতগতিতে এসে ধানক্ষেতে পড়ে যায়। চালক সম্ভবত আগেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
স্থানীয় উদ্ধারকারীরা বলেন, বাসটি ধানক্ষেতের নরম মাটিতে পড়ায় অনেক শিক্ষার্থী প্রাণে রক্ষা পেয়েছেন। পুকুর, ডোবা কিংবা শুষ্ক মাটি হলে হতাহতের সংখ্যা বেশি হতে পারত।
ইবির চিকিৎসাকেন্দ্রের চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম জানায়, কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা ঝুঁকিমুক্ত। বেশ কয়েকজনের এখানে চিকিৎসা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকটর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮-৯ জন ভর্তি হয়েছেন। আমাদের ক্যাম্পাসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১২-১৩ জনের মতো। সবমিলিয়ে আহতের সংখ্যা ২০ থেকে ২৫ এর মতো।
এমএ//