খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষকদের প্রতিবাদের মুখে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
কুয়েটের শিক্ষার্থী ও শিক্ষকরা জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ১৮ থেকে ২০ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থা নেয়। এসময় তারা হ্যান্ডমাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছে তাদেরকে ৫ মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করে দেয়ার আহ্বান জানান। ভেতরে তখন উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন।
এক পর্যায়ে শিক্ষকরা গেটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর উদ্যোগের প্রতিবাদ জানান। তালা লাগানো হলে গণপদত্যাগের হুঁশিয়ারিও দেন শিক্ষকরা । তখন শিক্ষার্থীরা তালা না দিয়ে ফিরে যান।
শিক্ষার্থীরা জানায়, তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পদক্ষেপ নিজেদের মধ্যে আলোচনা করে জানাবেন।
এমএ//