আন্তর্জাতিক

ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়া নিয়ে নিজের অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ছবি: সংগৃহীত

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট-নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন-ন্যাটোর সদস্য হওয়া নিয়ে ইউক্রেনের সম্ভাবনা আবারও বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে, ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিনিময়ে ক্ষমতা ছাড়তে প্রস্তুত বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি প্রস্তাব দেওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ  গ্যালো সোমবার ইউক্রেনের ন্যাটো জোটে প্রবেশের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে প্রবেশ করানোর পর দেশটির প্রতিরক্ষায় সেখানে সরাসরি মার্কিন সৈন্যদের মোতায়েনের কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না।  

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন মাইক ওয়াল্টজ