সম্প্রতি পাকিস্তানের ক্রিকেট নিয়ে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চ্যাম্পিয়নস ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের পারফরম্যান্স বেজায় খারাপ। এখন পর্যন্ত দুই ম্যাচের দুইটিতেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে দলটি।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন আদিয়ালা জেলে বন্দি অবস্থায় আছেন। তার বোন আলিমা খান গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের বিপক্ষে ম্যাচে পরাজয় নিয়ে।‘
আলিমা খান আরও বলেন, ‘ইমরান জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটের সব জায়গায় পছন্দের ব্যক্তিদের বসানো হয়েছে। তাদেরকে দেয়া হয়েছে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা। এভাবে চললে আসলে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে।‘
বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। ইমরান খান প্রশ্ন তুলেছেন নাকভির যোগ্যতা নিয়ে। ক্রিকেট সম্পর্কে নাকভি কতটা অভিজ্ঞ, সেই প্রশ্ন তোলা উচিত বলে মনে করেন এই সাবেক বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক।
এমএইচ//