আন্তর্জাতিক

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত; লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সৃহীত

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে  সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সরকার জানিয়েছে, এ দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি হয়েছে। এতে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন।

দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও বলছে, চূড়ান্ত গণনা শেষে নিহতের সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে। এছাড়া. হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন আরও ১০ জন।  

ভারতীয়  সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গেলো মঙ্গলবার রাজধানী খার্তুমের ওয়াদি সেইদনা বিমান ঘাঁটির কাছে দুর্ঘটনাটি ঘটে  বিমানটি উত্তর সুদান থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় ঘাঁটির কাছেই বিধ্বস্ত হয়

সুদানী সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়, এতে সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিকের মৃত্যু হয়

২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে লড়াই করছে সুদানের সেনাবাহিনী। দুই বাহিনীর এই লড়াইয়ে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ মানুষ।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন সুদান