দেশজুড়ে

৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক হওয়া ৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৫ ফেব্রুয়ারি রাতে, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধীনে তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্ত দিয়ে সাতজন বাংলাদেশি (ছয়জন পুরুষ ও একজন নারী) ভারতের ভেতরে প্রবেশ করেন। তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বানেশ্বরজোত বিওপি'র টহলদল আটক করে। বিজিবির সাথে যোগাযোগের পর, সন্ধ্যা ৬টায় সীমান্তের মেইন পিলার ৭৩০ এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের তেতুঁলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হস্তান্তরকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার রুহিয়া ইউনিয়নের হরেন বর্মন (৪০), তার স্ত্রী মমতা রানী (৩৫), ছেলে অজয় কুমার বর্মন (২১), নব বর্মন (১৭), রিপন বর্মন (১৭), শুশান্ত রায় (২২) এবং আশিশ রায় (১৮)। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, সীমান্তে টহল সবসময় জোরদার থাকে। কিন্তু তারা দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশে করে এবং বিএসএফ-এর হাতে আটক হন। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে। 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন বিজিবি | বিএসএফ | তেতুঁলিয়া সীমান্ত