আন্তর্জাতিক

ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপকে নিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

টানা তিন বছর যাবত চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে  ইউক্রেনকে ক্রমাগত সাহায্য করে গেছে যুক্তরাষ্ট্র। তবে গত মাসে যুক্তরাষ্ট্রের ক্ষমতা পালাবদলের পর বদলে যেতে শুরু করেছে প্রেক্ষাপট। এসেছে যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতিতে নাটকীয় পরিবর্তন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। এই দায়িত্ব ইউরোপকেই নিতে হবে।

 বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটন ডিসি সফরে এসে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করবেন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, সম্ভাব্য এই চুক্তিটিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ-মাত্রায় আক্রমণ প্রতিহত করার জন্য মার্কিন সহায়তার ক্ষতিপূরণ হিসাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়া হবে।

জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের একটি 'প্রাথমিক' অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে। তবে ওই চুক্তিতে এখনো কোনো মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়নি।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনে এই সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর চুক্তিটি পুরোপুরি নির্ভর করছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় মেয়াদে প্রথম ইউএস মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প জেলেনস্কির সফরের ঘোষণা দেন এবং চুক্তিটিকে 'একটি খুব বড় চুক্তি' হিসেবে প্রশংসা করেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেন-রাশিয়া | ট্রাম্প | জেলেনস্কি