বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সংস্কার ও স্থানীয় নির্বাচনের কথা বলে জনগণের সামনে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, দেশের পরিস্থিতি এখনো অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিকর বক্তব্যে জনগণ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে দেশে খুন-খারাবি চলছে, অথচ সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশে আরও অস্থিরতা সৃষ্টি করবে। জনগণ মনে করে, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, সরকারকে আহ্বান জানাই— জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসুন। নিরপেক্ষতা বজায় রাখতে সতর্ক থাকুন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ ঘোষণা করুন।
তিনি আরও বলেন, দেশকে পরাধীন করার ষড়যন্ত্র চলছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মূলত পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া। বিএনপি এই ফাঁদে পা দেবে না।
বিএনপির সব স্তরের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না। সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।
এসি//