অর্থনীতি

রমজানের আগেই লেবুর বাজারে আগুন, হালি ১০০-১২০ টাকা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চাঁদ দেখা সাপেক্ষে আসছে ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে রমজান। সাথে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গরমে তৃষ্ণার্ত রোজাদারদের অনেকেই পিপাসা মিটাতে বেছে নিবে লেবুর শরবত। বাড়বে ভোক্তা পর্যায়ে লেবুর চাহিদা বেড়েছে। রমজানের আগেই ব্যবসায়ীরা গ্রাহক চাহিদাকে পুঁজি করে লেবুর দাম কয়েকগুণ বাড়িয়েছেন। গত এক সপ্তাহে লেবুর দাম ২০-৩০ টাকা হালি থেকে বেড়ে কমপক্ষে ৬০-৭০ টাকা হয়েছে। আকার, মান এবং জাতভেদে দাম ৮০, ১০০ ও ১২০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে।

রাজধানীর বিভিন্ন কাঁচা বাজারে বিভিন্ন আকার এবং প্রকারের লেবুর পর্যাপ্ত যোগান রয়েছে। তবে বিক্রেতারা জানিয়েছেন পাইকারি বাজার থেকে বেশি দামে লেবু কিনতে হচ্ছে যার প্রভাব খুচরা বাজারে পড়েছে। রোজা এবং গরমের কারণে চাহিদা বেশি হওয়ায় অনেক বিক্রেতা পর্যাপ্ত লেবু পাননি। ফলে দাম বেড়েছে।

বাজারে দেখা যায় সবচেয়ে বড় জাতের হালি ১০০ টাকা, লম্বা আকৃতির হালি ৮০ টাকা এবং ছোট-মাঝারি আকৃতির হালি ৬০ টাকা। গেলো সপ্তাহে ৪০ টাকা হালি লেবু এখন ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এছাড়া ইতোমধ্যে রাজধানীর বাজারে বেড়ে গেছে মাছ, গরুর মাংস, ব্রয়লার মুরগি, চিনি, পেঁয়াজ, খেজুরসহ নিত্যপণ্যের দাম।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন রমজান | বাজারদর | লেবুর দাম