খেলাধুলা

সপ্তম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

জবিতে ফুটবলের পর ক্রিকেটেও চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ

'এর আগে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ২০২৩ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইসলামিক স্টাডিজ বিভাগ। ফুটবলের পর এবার ক্রিকেটে শিরোপা উঁচিয়ে ধরলো বিভাগটি'

মঈন হাসান, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা (ছাত্র)-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। রানার-আপ হয়েছে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ধূপখোলায় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা একাউন্টিং বিভাগ নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮.২ ওভারেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ইসলামিক স্টাডিজ বিভাগ।

একাউন্টিংয়ের দেওয়া ৬৫ রানের লক্ষ্যমাত্রা বেশ সহজেই পেরিয়ে যায় ইসলামিক স্টাডিজ। ব্যাটিংয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন শিশির আহমেদ। তার ১৮ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দলটি।

শিশিরের উইকেট তুলে নেওয়ার পর বেশ কয়েকটি উইকেট হারায় ইসলামিক স্টাডিজ। তবে শেষ হাসিটুকু তারাই হেসেছে।

চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোড়ার গাড়িতে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ইসলামিক স্টাডিজ বিভাগ
চ্যাম্পিয়ন হওয়ার পর ঘোড়ার গাড়িতে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ইসলামিক স্টাডিজ বিভাগ

এর আগে, ইসলামিক স্টাডিজের বোলিং তোপে প্রথম থেকেই চাপে ছিল একাউন্ডিং। রান তুলতে বেশ বেগ পোহাতে হয়েছিল তাদের। আর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলের ব্যাটাররাও খেই হারিয়ে ফেলেন।

ইসলামিক স্টাডিজের পক্ষে বল হাতে শিশির আহমেদ, সোলায়মান আহমেদ, আবু হাশেম, নাজমুল হাসান ২ টি ওভার পূর্ণ করে দারুণ পারদর্শিতা দেখান। শামিম হোসেন ও মঈন হাসান ১ টি করে ওভার করেন।

এই বোলারদের লাইন-লেন্থ ধরে রেখে ধারাবাহিক বোলিংয়ে মাত্র ৬৪ রানেই থামতে হয় একাউন্টিং বিভাগকে।

ইসলামিক স্টাডিজ এবার প্রথমবারের মতো আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। এর আগে, ২০২৩ সালের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল এই বিভাগটি। 

শুধু ছাত্রদের নয়, এবার প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন হয়। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রসায়ন বিভাগ, রানার-আপ হয়েছে আইন বিভাগ। 

বিশ্ববিদ্যালয়টিতে ক্রিকেট ছাড়াও সপ্তম আন্তঃবিভাগ ইনডোর গেমস এবং অষ্টম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া বিজয়ী খেলোয়াড়দের আজ পুরস্কৃত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৭ম আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা | ইসলামিক স্টাডিজ বিভাগ | চ্যাম্পিয়ন