পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের ইদক এলাকায় শনিবার আত্মঘাতী হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় দুই বেসামরিক নাগরিকসহ আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (২ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি কার সেনাবাহিনীর গাড়ির উপর উঠিয়ে দিলে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সেনাবাহিনীর দুই সদস্য মারা যান।
হামলায় ব্যবহৃত গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহত ও আহতদের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অপরাধীদের ধরতে আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।
এনএস/