পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৬৪৪টি সুপার মার্কেটে ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের অধিক ছাড় দেয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৩৫ মিলিয়ন দিরহাম ছাড় দিতে যাচ্ছে।
আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে খালিজ টাইমস।
এসব ছাড় দেয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে দেশটির লুলু সুপার মার্কেট। প্রতিষ্ঠানটি সাড়ে ৫ হাজার পণ্যের ওপর ৬৫ শতাংশ দিয়েছে। আরেকটি প্রতিষ্ঠান ৫ হাজারের অধিক পণ্যের ওপর ৬০ শতাংশ ছাড় দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস এসব বিষয় জানিয়েছে।
এনএস/