টানা তিনটি সুপারহিট সিনেমার সাফল্য নিয়ে বর্তমান সময়ে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আলোচনার শীর্ষে রয়েছেন রাশমিকা মান্দানা। যখন অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রী একটি সফল সিনেমার জন্য লড়াই করছেন, তখন রাশমিকার পরপর তিনটি ব্লকবাস্টার ছবি । ২০২৩ সালে ‘অ্যানিমেল’, ২০২৪ সালে ‘পুষ্পা ২’ এবং সম্প্রতি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ‘ছাবা’—তিনটি ছবিই বক্স অফিসে বিপুল ব্যবসা করেছে।
দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের পর থেকেই রাশমিকা ছিলেন সম্ভাবনাময় অভিনেত্রী। তবে তাঁর ক্যারিয়ারে বড় মোড় আসে ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মাধ্যমে। আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভাল্লির চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন। এরপর একের পর এক হিট সিনেমার মাধ্যমে তিনি নিজেকে দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রীতে পরিণত করেন।
কর্ণাটকের মেয়ে রাশমিকা ২০১৬ সালে কন্নড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তেলেগু সিনেমায় কাজ শুরু করেন, যেখানে ‘গীতা গোবিন্দম’ (২০১৮) তাঁর ক্যারিয়ারের প্রথম বড় হিট সিনেমা হয়ে ওঠে। সিনেমাটি তরুণ দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়, যা রাশমিকাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। এরপর ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তিনি এক সাহসী নারী ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন, যেটি দর্শকদের প্রশংসা কুড়ায়।
দক্ষিণী সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর রাশমিকা বলিউডেও নিজের অবস্থান গড়ে তোলেন। হিন্দি সিনেমায় তাঁর অভিষেক হয় ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে, যেখানে তিনি গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হন। এরপর ‘অ্যানিমেল’ সিনেমায় তিনি সম্পূর্ণ নতুন রূপে হাজির হন, যেখানে তাঁর ‘সুইট গার্ল’ ইমেজ ভেঙে সাহসী অভিনয় করেন।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ছাবা’ সিনেমায় প্রথমবারের মতো কোনো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। ভিকি কৌশলের বিপরীতে এই সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমাটি মুক্তির পর এখন পর্যন্ত প্রায় ৪৫০ কোটি রুপি আয় করেছে, যা তাঁর ক্যারিয়ারে নতুন মাইলফলক যোগ করেছে।
রাশমিকার জনপ্রিয়তা ও চাহিদা এখন তুঙ্গে। চলতি বছর আরও দুটি বড় বাজেটের সিনেমায় দেখা যাবে তাঁকে। এর মধ্যে অন্যতম হল এ আর মুরুগোদাস পরিচালিত ‘সিকান্দার’, যেখানে প্রথমবারের মতো সালমান খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। ঈদে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।
টানা সাফল্যের চূড়ায় তিনি নিজের জায়গা গড়ে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রী হিসেবে। প্রযোজক ও পরিচালকদের কাছে তাঁর চাহিদা দিন দিন বেড়েই চলছে, যা তার ভবিষ্যতে ক্যারিয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন।
এসকে//