বিনোদন

এবারের স্বাধীনতা পুরস্কার হবে একুশে পদকের মতোই অনন্য: ফারুকী

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার ২০২৫ মরণোত্তরভাবে প্রদান করা হচ্ছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। গেলো সোমবার (৩ মার্চ) সকালে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২০১৯ সালে ছাত্রলীগের নির্যাতনে নিহত হওয়া আবরারকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করার খবরে সামাজিক মাধ্যমে দেখা গেছে আলোচনা-সমালোচনা। এ সময় সমালোচকদের প্রশ্নের জবাব দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এবারের স্বাধীনতা পুরস্কার হবে একুশে পদকের মতোই অনন্য। আবরার ফাহাদের নাম ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক এই তথ্যের সত্যতা জানতে চেয়েছেন। তাদের জন্য আমার উত্তর— আরেকটু অপেক্ষা করুন, পুরো তালিকায় অসাধারণ কিছু নাম দেখতে পাবেন।’

তিনি আরও লেখেন, ‘আবরার ফাহাদের নাম আসায় বেশিরভাগ মানুষ আনন্দিত হলেও একটি নির্দিষ্ট দলের লোকরা প্রশ্ন তুলছে— ‘কোন বিবেচনায় তাকে স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে?’ আমি ব্যাখ্যায় না গিয়ে শুধু বলব, আবরারের ক্যাটাগরি হওয়া উচিত ‘মুক্তিযুদ্ধ’। কারণ, মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা, আর স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব। সেই সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন আবরার ফাহাদ।’

ফারুকী লেখেন, ‘আবরার ফাহাদ একটা প্রতীক। যদি কেউ তার শক্তি অনুমান করতে না পারেন, তবে জুলাইয়ে ফিরে যান, তরুণদের হৃদয়ে কান পাতুন। যার নিঃশ্বাস শুনতে পাবেন, তার নামই আবরার ফাহাদ।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন আসিফ মাহমুদ | স্বাধীনতা পুরস্কার | আবরার ফাহাদ | মোস্তফা সরয়ার ফারুকী