কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর আজ ৪ মার্চ থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দরাদরি করার আর কোনো সুযোগ নেই। ফলে মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত হচ্ছে ২৫ শতাংশ আমদানি শুল্ক। অন্যদিকে চীনের ওপর আরোপ করা হলো অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা থেকেই ট্রাম্প বলে আসছিলেন, ক্ষমতায় এলে এসব শুল্ক আরোপ করা হবে। ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই তা করা হবে বলেও হুমকি দিয়েছিলেন। কিন্তু অত তাড়াতাড়ি সেই পথে হাঁটেননি তিনি।
কানাডা ও মেক্সিকোকে তিনি ৩০ দিন সময় দিয়েছিলেন। তবে কিছুদিনের মধ্যেই ভোল পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত সময় না দিয়ে ৪ মার্চ মঙ্গলবার থেকেই তিন দেশের ওপর আমদানি শুল্ক কার্যকরের ঘোষণা দিলেন ট্রাম্প।
এমআর//