বিনোদন

বরবাদ টিজারে মিল ও প্রশংসার ঝড়

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

শাকিব খানের নতুন ছবি 'বরবাদ' এর টিজার মুক্তি পাওয়ার পর আবারো আলোচনার শীর্ষে তিনি। টিজারের ১ মিনিট ৪৪ সেকেন্ডে শাকিবের লুক এবং সংলাপগুলো প্রশংসিত হলেও দর্শকদের অভিযোগ ছবিটির কিছু দৃশ্য রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল' সিনেমা থেকে নেওয়া।  

অনেক ইউটিউবার সমালোচকরা বলছেন, 'বরবাদ' টিজারের কিছু দৃশ্য 'অ্যানিমেল' সিনেমা থেকে হুবহু নেওয়া হয়েছে। একটি চ্যানেল রিভিউ বাই এর দাবি, 'অ্যানিমেল' সিনেমার এক নারীর সংলাপের সাথে 'বরবাদ' এ এক নারীর সংলাপের মিল রয়েছে। তাছাড়া টিজারে অস্ত্র প্রদর্শন, মিশা সওদাগরের এক্সপ্রেশন এবং শাকিব খানের কেয়ারলেস উপস্থাপনাও 'অ্যানিমেল' এর সাথে তুলনা করা হয়েছে

তবে শাকিবের ভক্তরা বলছেন, শাকিবের সব সিনেমাতেই কিছু না কিছু মিল খুঁজে বের করা হয়।

Toofan (তুফান মুভি) Full Movie Bangla Review & Facts | Shakib Khan, Mimi,  Nabila, Chanchal Chowdhury - YouTube
Toofan (তুফান মুভি) Full Movie Bangla Review & Facts | Shakib Khan, Mimi, Nabila, Chanchal Chowdhury - YouTube

শাকিবের ‘তুফান’ ছবি নিয়েও সমালোচনার ঝড় উঠেছিল। ভক্তরা আশা করছেন, 'বরবাদ' সিনেমাতে শাকিববে নতুন চরিত্রে দেখতে পাবেন

বরবাদ' আন্তর্জাতিক মানের ছবি : মিশা সওদাগর
বরবাদ' আন্তর্জাতিক মানের ছবি : মিশা সওদাগর

বাংলাদেশের সিনেমা গ্রুপগুলিতেও এ নিয়ে চলছে আলোচনার ঝড়। এক ভক্তের মতে-শাকিব খানের টি-শার্টে এবং চোখে রক্তের উপস্থিতিসহ হাতে দা নিয়ে হাঁটার দৃশ্যও 'অ্যানিমেল' সিনেমার রণবীর কাপুরের চরিত্রের সাথে মিল রয়েছে।

অনেকে টিজারের প্রশংসাও করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান সময়ে এই ধরনের সিনেমা বড় উৎসবগুলোতে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে যা দর্শকদের আকর্ষণ করে।

ভারত ও পাকিস্তানের সমালোচকরাও 'বরবাদ' টিজারের প্রশংসা করেছেন। 'মেল্টিং পট' চ্যানেলের ক্যারল বলেন, শাকিবের অ্যাটিটিউড এবং লুক অসাধারণ ছিল। তিনি এই সিনেমাকে এক ধরনের ভায়োলেন্স ও রোমান্টিক গল্প ধারণা করছেন, যেখানে শাকিব তাঁর ভালোবাসাকে পেতে পৃথিবীকে 'বরবাদ' করে দিতে পারে

‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, দর্শকদের ভালো সাড়া পেয়ে তিনি অবাক হয়েছেন। তিনি জানান, সিনেমাটি সম্পূর্ণ আলাদা গল্পের উপর ভিত্তি করে তৈরি তবে 'অ্যানিমেল' এর ভায়োলেন্সের কিছু মিল থাকতে পারে, কিন্তু পুরোপুরিভাবে মিল নয়

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা
শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল এবং মানব সচদেব। কলকাতার নায়িকা নুসরাত জাহানকেও একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে। ছবির শুটিং-এর বর অংশ ভারতের মহারাষ্ট্রে হয়েছে

শাকিব ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, বললেন 'বরবাদ'-এর নির্মাতা
শাকিব ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, বললেন 'বরবাদ'-এর নির্মাতা

পরিচালক জানান, এই সিনেমাটি ঈদে মুক্তি পাবে এবং দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন শাকিব খানে | ইধিকা পাল | ‘বরবাদ’