মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অচেতন অবস্থায় শিশুকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুর বড় বোনের শ্বশুর ও তার জামাইকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) ঢামেকে ওই শিশুর ফুফাত ভাই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভুক্তভোগী শিশু এখনও অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হবে।
মাগুরা জেলা হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাৎক্ষণিক পরীক্ষা করে দেখা গেছে শিশুটির গলায় একটা দাগ আছে। মনে হচ্ছে, কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড় আছে। তাঁর মাসিকের রাস্তায় রক্তক্ষরণ হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে শিশুকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।
শিশুর ছোট চাচা ইব্রাহিম শেখ জানান, চার-পাঁচ মাস আগে বড় ভাতিজিকে বিয়ে দেয়া হয়। সুযোগ পেলে তার শ্বশুর হিটু শেখ তাকেও বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে শুনেছেন। যার কারণে বড় ভাতিজি বাপের বাড়িতে চলে এসেছিল। পরে তাকে বুঝিয়ে আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এ ঘটনায় হিটু শেখ (৫০) ও সজীব শেখ (১৮) নামে দুইজনকে পুলিশ আটক করেছে।
আই/এ