অপরাধ

বনশ্রীতে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডাকাত দলের কাছ থেকে লুট হওয়া স্বর্ণলঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গেলো ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকে ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে থেকে মো. আনোয়ার নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওচিত্রে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন ডাকাত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে ঘিরে ধরে। ডাকাত দলের সবার মাথায় ছিল হেলমেট। আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বনশ্রী | স্বর্ণ লুট | স্বর্ণ ডাকাতি