খেলাধুলা

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ বাছাইপর্বের বর্ণিল উদ্বোধন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১২ বছর ধরে বন্ধ ছিল তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাই লিগ। সবশেষ ২০১৭ সালে এই বাছাই লিগ অনুষ্ঠিত হয়। অথচ আগে প্রতি মৌসুমে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। যেখানে বিভিন্ন একাডেমির ১২০০ ক্রিকেটার সুযোগ পেত। অবশেষে সেই সুযোগ আবারও মিলতে যাচ্ছে।

শনিবার (৮ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করেন ফারুক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ দলের ক্রিকেটাররা ১২ টি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। ১২০০ ক্রিকেটার নিয়ে বড় পরিসরে আয়োজন হওয়া এই বাছাই লিগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিসিবি সভাপতি। এই অনুষ্ঠানে ক্রিকেটারদের শপথ বাক্য পাঠ করান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিসিবি সভাপতি বলেন, ‘এখান থেকে কিছু র- ট্যালেন্ট আসবে। সবসময় যে এখান থেকে ক্রিকেটার পাবো তা জরুরি নয়। তবে আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে। ওই ট্যালেন্ট হান্টিংয়ের মতো ব্যাপার হবে। তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা প্রতিভাবান থাকবে, আমাদের লোকজন খেলা দেখবে, তারা প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করবে। সংখ্যায় যতই হোক, পরবর্তীতে তাদের যেন আমরা পরিচর্যা করতে পারি। র-ট্যালেন্ট বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ।‘

আগামী সোমবার (১০ মার্চ) থেকে ঢাকার ৫ ভেন্যুতে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্ব টুর্নামেন্ট শুরু হচ্ছে। এখান থেকে শীর্ষ দুই দল সুযোগ পাবে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তৃতীয় বিভাগ বাছাই লিগ | বিসিবি সভাপতি | ফারুক আহমেদ