দেশজুড়ে

মেডিকেলের বারান্দার বেড থেকে পড়ে রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেলে শয্যা না মেলায় জায়গা হয়েছিলো ৫ম তলার একটি বারান্দায়। বারান্দার একটা অংশ ছিলো অরক্ষিত। চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে পড়েই মারা যান ওসমান গণি (৪৭)।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

জানা যায়, ওসমান গণি কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। হাতের অস্ত্রোপচারের জন্য তাকে কয়েকদিন আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

মূল ওয়ার্ডে বেড না পাওয়ায় মেঝেতে কিছুদিন থাকেন, পরবর্তীতে ঝুঁকিপূর্ণ বারান্দায় তার জায়গা হয়।

ওসমান গণির স্ত্রী কহিনূর বেগম জানায়, রাতে বিছানায় হেলান দেওয়ার চেষ্টার সময় ওই ফাঁক গলে তিনি নিচতলায় পড়ে যান। পতনের শব্দ হলে উপস্থিত লোকজন নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

কোহিনূর বেগম হাসপাতাল কর্তৃপক্ষকে দোষারোপ করে বলেন, ‘তারা আমাদের এত বিপজ্জনক জায়গায় বিছানা দিয়েছিল যে সেখানে প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা ছিল না।’

এ ব্যাপারে ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের পরিবার এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লা মেডিকেল | বারান্দা থেকে পতন