আন্তর্জাতিক

বাংলাদেশে সরকার পরিবর্তনে সম্পর্কের পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন হতে পারে। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের সামরিক সম্পর্ক বর্তমানে শক্তিশালী এবং উভয় দেশের সেনাবাহিনী নিয়মিত নোট বিনিময় করে।

এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য, উভয় দেশের মধ্যে উচ্চ মাত্রার যোগসাজশ রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে। শনিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চীন ও পাকিস্তানকে ইঙ্গিত করে জেনারেল দ্বিবেদী বলেছেন, ‘পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে, যা আমাদের জন্য দ্বিমুখী হুমকি তৈরি করেছে।‘ 

তিনি বলেন, পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীন থেকে আসে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। 

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশে, তাদের আবার আমার যেকোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রয়েছে, তাই আমার চিন্তিত হওয়া উচিত, কারণ যতদূর আমি জানি, সন্ত্রাসবাদের বিষয়টি সেই দেশ থেকেও ব্যবহার করা যেতে পারে, যা আজ আমাদের প্রধান উদ্বেগ।‘ 

জেনারেল দ্বিবেদী আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানো ‘বেশি তাড়াতাড়ি’ হবে, তবে ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক এখনও দৃঢ়। তিনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেন, এবং বলেন, ‘যুদ্ধ কখনোই দুই দেশের স্বার্থে ভালো হতে পারে না।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতীয় সেনাপ্রধান | বাংলাদেশ-ভারত | ভারত-পাকিস্তান | পাকিস্তান-চীন