জাতীয়

ভোরে হঠাৎ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভোরে হঠাৎ একাধিক থানা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১০ মার্চ) ভোরে তিনি রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা ।  তখন সংশ্লিষ্ট থানার দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।  গণমাধ্যমকে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করেছেন।

এর আগেও গেলো মাসের ২৬ তারিখ ভোরে একই ভাবে আকস্মিক থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

 

ওয়াইএএস

 

এ সম্পর্কিত আরও পড়ুন স্বরাষ্ট্র | উপদেষ্টা