ভারতে আজ থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশের একটি দল ‘বাংলাদেশ টাইগার্স’ নামে এই টুর্নামেন্টে খেলার কথা ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে লিজেন্ডস লিগে খেলতে অনুমতি দেওয়া হয়নি। ফলে দলটি দেশে ফিরে আসছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এশিয়ান লিজেন্ডস লিগের কোনো অনুমোদন নেই। ফলে বিসিবি সংশ্লিষ্ট কাউকে এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।
‘বাংলাদেশ টাইগার্স’ এর ক্রিকেটারদের একাংশ সোমবার (১০ মার্চ) ভারতের রাজস্থানের উদ্দেশে রওনা দেয়। নিজেদের প্রথম ম্যাচে ভারতের ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে খেলার কথা ছিল তাদের।
দলীয় অধিনায়ক মোহাম্মদ আশরাফুল গণমাধ্যমকে নিশ্চিত করেন, আইসিসি এবং বিসিসিআইয়ের অনুমোদন না থাকায় এশিয়ান লিজেন্ডস লিগে খেলবে না বাংলাদেশ টাইগার্স।
আগামীকাল (১১ মার্চ) দেশের উদ্দেশে তারা রওনা দেবে বাংলাদেশ টাইগার্স দলের ক্রিকেটাররা।
এমএইচ//