সিরাজগঞ্জে হাট-ইজারাকে কেন্দ্র করে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াকে মারপিট করে হাত পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বাবলু মিয়া জানান, কালিয়া কান্দাপাড়ার হাটের ইজারাকে কেন্দ্র করে রোববার রাতে বাড়ি ফেরার পথে একই এলাকার বোরহান তালুকদারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী বাবলু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এসময় লোহার রড, হকিস্টিক রামদাসহ লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার দুই হাত দুই পা ভেঙ্গে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের শেখসহ স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন, বোরহান তালুকদার দুইদিন আগেও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে আমাদের বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে কিন্ত গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর সেই বোরহান তালুকদার তার খোলস পরিবর্তন করে নিজেকে বিএনপি নেতা দাবী করে এলাকায় সন্ত্রাসী কায়দায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়াকে মেরে তার হাত-পা ভেঙ্গে দিয়েছে।
বোরহান তালুকদারসহ তার বাহিনীর বিচার দাবী করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এমএইচ//