রাশিয়ার রাজধানী মস্কোতে কয়েকশ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় দুইজন নিহত ও আহত হয়েছেন কয়েকজন। ধসে গেছে বেশ কিছু আবাসিক ভবন। এই হামলার জেরে মস্কোতে বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে এই ড্রোন হামলা এমন সময় হলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সৌদি আরব গেছেন। মঙ্গলবার রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একটি পরিকল্পনা পেশ করবেন জেলেনস্কি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাতে ইউক্রেনের ৩৩৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবোয়ভ জানান, হামলায় একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। রামেন্সকয়ে জেলার সাতটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার বিমান চলাচল পরিচালকারী সংস্থা রোসাভিয়াটসিয়া জানায়, মস্কো বিমানবন্দরসহ ডোমোডেদোভো, ভনুকোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে।
এনএস/