জাতীয়

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বায়ান্ন প্রতিবেদন

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যেই ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের আরও দুই সদস্যের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি তাদের পরিবারের সদস্য সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা গেছে। তাই অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক।

এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত এক সভায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

এদিকে আদালত শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন "সুধা সদন"-সহ তার পরিবারের বিভিন্ন সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম এসব সম্পদ ক্রোকের আবেদন করেন।

ধানমন্ডির "সুধা সদন" (১৬ কাঠা জমি) – শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে।

গুলশানে ২,৪৩৬ স্কয়ার ফিটের ফ্ল্যাট – শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে।

গাজীপুরের কালিয়াকৈরে ১০ শতাংশ জমি – শেখ রেহানার নামে।

সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট – শেখ রেহানার নামে।

গুলশানে ছয়টি ফ্ল্যাট – শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে।

দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক তাদের স্থাবর সম্পত্তি হস্তান্তর বা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। তাই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সম্পত্তির মালিকানা পরিবর্তন, হস্তান্তর বা স্থানান্তর বন্ধ রাখতে আদালতের অনুমতি চাওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শেখ হাসিনা