বিনোদন

লক্ষ্মীসোনা ৮ কোটি ভিউ পার,৫ লাখেরও বেশি লাইক

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

 "লক্ষ্মীসোনা" গানটি বাংলাদেশের সিনেমা 'যদি একদিন'-এ ব্যবহার হয়। গানটি বাবা-মেয়ের সম্পর্কের ভালোবাসা এবং মান-অভিমান তুলে ধরে, যা দর্শকদের হৃদয় স্পর্শ করে।হৃদয় খানের সুরে গানটি প্রকাশের পর থেকেই গানের জনপ্রিয়তা বাড়তে থাকে। প্রায় ছয় বছর পর গানটি নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে।ইউটিউবে এই গানের ভিউ ৮০ মিলিয়ন বা ৮ কোটি অতিক্রম করেছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য।

গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা ইউটিউবের মন্তব্য বিভাগে প্রতিফলিত হয়েছে। যেখানে ১৯ হাজারেরও বেশি মতামত জমা পড়েছে। ছয় বছরে এই গানের ৫ লাখের বেশি লাইক পড়েছে, এবং এর কোনো ডিজলাইকও নেই।

গানটির প্রতি শ্রোতাদের আবেগপূর্ণ মন্তব্যও অনেক রয়েছে। মোনায়েম খান লিখেছেন, হৃদয় খান আসলে ম্যাজিশিয়ান, লোকে ভুল করে মিউজিশিয়ান ডাকে...গানটা অসাধারণ হয়েছে।" আলিফ হাসান মন্তব্য করেছেন, এত ভালো লাগে এই গানটা, ইচ্ছা করে সারা দিন শুনি।

মালেক আহমেদ নামে আরো একজন মন্তব্য করেছেন, গানটা শুনলেই আমার মেয়েটার কথা মনে পড়ে। একা একা কাঁদি, আজ দুই মাস বিদেশে কলিজাটা ছাড়া। মুসাফির লিখেছেন, ছয় বছর ধরে এই গানটা মাঝেমধ্যেই শোনা হয়, আর ভাবি গানটি পুরোনো হওয়ার নয়। জীবনে শোনা এক শ্রেষ্ঠ গান।

গানটির আবেগের মধ্যে আরও একটি অনুভূতি ফুটে উঠেছে যেখানে এক শ্রোতা লিখেছেন, রিলস থেকে গানটি সম্পর্কে জানলাম। এরপর ইউটিউবে গানটি শুনলাম। চার মাস হলো আমার বিয়ে হয়েছে। আজ আব্বুর কথা খুব মনে পড়ছে। খুব মিস করছি আব্বুকে।

অন্যদিকে, যদি একদিন ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের তাহসান ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রাবন্তী। গানটির কথা লিখেছেন এস এ হক অলিক এবং সুর করেছেন হৃদয় খান।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন হৃদয় | তাহসান | শ্রাবন্তী