বিনোদন

আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি : কারিনা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

শাহিদ কাপূরের সাথে ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবির পর সম্পর্ক ভেঙে গিয়েছিল, তখন কারিনার বয়স ছিল ২৭।

পরে ২০১২ সালে তিনি সাইফ আলি খান পটৌদীকে বিয়ে করেন।

বয়সের সাথে শারীরিক পরিবর্তন হওয়া নিয়ে কারিনা কখনোই চিন্তিত নন। তিনি জানান, ২৫-৩০ বছর বয়সে যেমন ছিলেন, এখন ৪৫ বছর ছুঁইছুঁই বয়সেও এখন আরো বেশি সুখী এবং আত্মবিশ্বাসী।তিনি মনে করেন মুখে বলিরেখা আসা স্বাভাবিক।এতে কোনো দুঃখ নেই বরং এসব রেখা তাকে আরও আবেদনময়ী করে তোলে।

সম্প্রতি এক অনুষ্ঠানে কারিনা ও শাহিদ কাপূরের সাক্ষাৎ হয়।সেখানে তারা একে অপরের সাথে  হাস্যোজ্জ্বলভাবে কথা বলেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।যেখানে তাদের সম্পর্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ  দেখা যায়।

হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক কথোপকথনে কারিনা বলেন,বয়স বাড়ার সাথে সাথে বলিরেখা আসা একটি প্রাকৃতিক বিষয়। আমি এসব রেখাকে ভালোবাসি। কারণ এগুলো আমাকে আরো বেশি আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী করে তোলে। আমার বয়স যেহেতু এখন মধ্য চল্লিশে পৌঁছেছে সেহেতু আমি আগের চেয়ে অনেক বেশি সুখী অনুভব করি।

গেলো বছর কারিনা ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহম আগেন’ ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি মেঘনা গুলজারের ছবিতে কাজ করছেন এবং তিনি একটি বড় দক্ষিণী ছবির অংশ হতে চলেছেন।

এসকে//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন করিনা | সাইফ আলি খান | শাহিদ কাপূরের