দেশজুড়ে

আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্ত ধর্ষক হিটুর বাড়িতে ক্ষুব্ধ জনতার আগুন

মাগুরায় বড় বোনের শশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু মিয়ার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে  তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, জানাজার নামাজ শেষ হওয়ার পরপরই আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় লোকজন।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলছিল। কাউকে সেখানে আগুন নেভাতে দেখা যায়নি।

এর আগে শিশুটির মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ মাগুরা পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা হয়। এতে অংশ নেয় হাজারো মানুষ।

প্রথম দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম সোনাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখান তার দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গত ৮ মার্চ শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করে আছিয়ার মা। মামলার আগেই আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আছিয়া