সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে মামলা করেন।
জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্কুল বন্ধ থাকায় গ্রামের একটি এনজিও পরিচালিত স্কুলে ক্লাস করতেন। গেলো ৯ মার্চ সকাল ১০টায় স্কুলে পৌঁছালে সেখান থেকে ডেকে নিয়ে এক কিশোর (১৫) তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রী চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়।
এ ঘটনা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রোববার (৯ মার্চ) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু যত্ন কেন্দ্র প্রকল্পের আওতায় একটি এনজিও পরিচালিত স্কুলে পড়তে যায়। সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে ১৫ বছর বয়সী এক কিশোর।
তিনি বলেন, এ ঘটনা স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে। জড়িত কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ওসি জানান, পুলিশের তৎপরতায় ভুক্তভোগী শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টায় দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত তার খোঁজখবরও নেওয়া হয়েছে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উম্মে রুমান লিমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। আগের তুলনাই স্কুলছাত্রী শারীরিকভাবে ভালো আছে। তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে ভয় পেয়েছে।
এমএ//