চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যে লা লিগার ম্যাচ খেলতে নেমেছিলো রিয়াল মাদ্রিদ। যথেষ্ট বিশ্রাম না পাওয়া রিয়াল ভিয়ারিয়ালের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে একদমই মন ভরাতে পারেনি।
তবে, শনিবার ভিয়ারিয়ালের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের ৭ মিনিটে কার্নার থেকে হুয়ান ফয়থের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এরপর ১৭ ও ২৩ মিনিটে দুইটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ।