বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টায় কাহালু উপজেলার পাইকড় এলাকা থেকে ডিবি ও কাহালু থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুল ইসলাম কাহালুর আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।
এর আগে গেলো ১৩ মার্চ শিশু দুটি বাড়ির সামনে খেলার সময় নুরুল ইসলাম খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হয়। পরে পরিবার বিষয়টি টের পেলে এলাকায় জানাজানি হয়। এরপর অভিযুক্ত নুরুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টায় ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় শুক্রবার নুরুল ইসলামের বিরুদ্ধে কাহালু থানায় মামলা দায়ের হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার বলেন, ‘ঘটনা জানার পর থেকেই আমরা নুরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। সোমবার সকাল ১০টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
এসি//