দেশজুড়ে

মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

পাবনা প্রতিনিধি

পাবনার ঈম্বরদীতে অভিযান চালিয়ে চুরি হওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এসময় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ)  দুপুরে  এক প্রেস বিজ্ঞপ্তিতে  ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলো- নাটোর জেলার বড়াই গ্রামের  ইদ্দিস মোল্লার ছেলে হৃদয় মোল্লা, পাবনা সদর উপজেলার গাছপাড়া কুমারগাড়ী গ্রামের সামজাদ ফকিরের ছেলে আরমান ফকির এবং  নাটোর জেলার সিংড়া থানার মাহমুদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রাজিব হোসেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা | মোটরসাইকেল