বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ কলম্বিয়া। শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬ টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে ম্যাচটি। ব্রাজিলের জন্য এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, নেই জয়ের কোনো বিকল্প।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচ দুইটির জন্য গত ৬ মার্চ দল ঘোষণা করে ব্রাজিল। ম্যাচ দুইটির জন্য ঘোষিত দলে নেই নেইমার। তিনি ১৬ মাস পর জাতীয় দলে ফিরলেও, চোটের কারণে দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন।
চোটের কারণে ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এডারসন মোরায়েসও ছিটকে গেছেন। এই দলের ব্যাপারে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা উন্নতির ধারা ধরে রাখবো, এই আশা রাখি। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করেছে। এই দারুণ দুই প্রতিপক্ষের বিপক্ষে এই মুহূর্তে বিশেষ সতর্কতা দরকার।‘
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এলিসন বেকার, ভ্যান্ডারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলার্মে অ্যারানা, গারসন, ব্রুনো গুইমারেস, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও জোয়াও পেদ্রো।
এমএইচ//