ক্যাম্পাস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃস্পতিবার (২০ মার্চ) মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি রাত ২টার দিকে বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসের সড়কগুলো প্রদক্ষিণ করে ভিসি চত্ত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে থমে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

মিছিলে শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, আওয়ামী লীগের চামড়া, তুলে নেব আমরা’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’  ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভাবনা নেই উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, ‘জুলাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের যারা গণহত্যার করেছিল এবং মদদ দিয়েছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারকে নিতে দেখা যাচ্ছে না। এটা আমাদের জন্য লজ্জাজনক।‘

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী লীগ | ঢাবি | বিক্ষোভ