মাত্র আড়াই মাসে কোরআনের হাফেজ হয়েছেন ৬ বছরের আদনান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে আদনান।
উপজেলার বিকেল বাজার আবরারিয়া মডেল মাসরাসা থেকে হেফজ সম্পন্ন করেন আদনান। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, মাত্র আড়াই মাসে ৬ বছরের শিশুর হেফজ সম্পূর্ণ করা বিরল। এত কম সময়ে খুব কম সংখ্যক ছাত্রই হাফেজ হয়ে পারে।
আদনানের এ সাফল্যে উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এমএ//