আন্তর্জাতিক

প্রায় সাড়ে ৫ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার চার দেশ কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়ালা থেকেএসে যুক্তিরাষ্ট্রে বসবাস করা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীকে অবৈধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (২২ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়, এসব অভিবাসীকে ২৪ এপ্রিলের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএইচএনভি স্পনসরশিপ প্রক্রিয়ার আওতায় এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে তা কিউবা, হাইতি ও নিকারাগুয়ায়ও সম্প্রসারিত হয়।

ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই কর্মসূচি স্থগিত করেন। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় ৫ লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাদের মধ্যে কতজন ইতিমধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন, তা স্পষ্ট নয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্প | অভিবাসী