অনেকের বাড়িতেই কলের গায়ে পানির দাগ জমে থাকে। এই ধরনের দাগ অনেক সময় দীর্ঘদিন থেকে যায়। তবে সঠিক উপায় জানলে সহজেই তা পরিষ্কার করা সম্ভব। আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান ব্যবহার করেও এই দাগছোপ সরানো সম্ভব। তেমনই কিছু প্রাকৃতিক উপায়ের কথা বিশেষজ্ঞরা জানিয়েছেন।
দাগগুলি সাধারণত কলের আশপাশের অংশে জমে থাকে। যদি সঠিক উপাদান ব্যবহার করা না হয়,তবে পানির দাগ দীর্ঘদিন জমে থাকলে তা সহজে চলে যায় না। তবে দাগ থেকে যায় এবং পরিষ্কার করতে সমস্যা হয়। এই পানির দাগগুলোকে তুলতে কিছু উপায় রয়েছে :
১. বেকিং সোডা ও ভিনিগার
২ চা চামচ বেকিং সোডা নিয়ে তাতে অল্প ভিনিগার মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে মুছে ফেলুন। দাগ চলে যাবে।
২. লেবুর রস ও কাপড়
লেবুর রস সরাসরি দাগের উপর দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। পরে নরম কাপড় দিয়ে ঘষে ফেলুন। দাগ উধাও হয়ে যাবে।
৩. ভিনিগার ও পানি
ভিনিগার এবং পানি মিশিয়ে স্প্রে বোতলে ভর্তি করুন। এই মিশ্রণটি ১০-১৫ মিনিট জলের দাগের উপর স্প্রে করুন এবং পরে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ উঠে যাবে।
আজই শুরু করুন, আপনার কল বা রান্নাঘরের অন্যান্য জায়গাগুলোর পানির দাগ পরিষ্কার করতে এই সহজ উপায়গুলো ব্যবহার করুন। এই টিপসগুলো ব্যবহার করে আপনার বাড়ির কলের আশপাশ থেকে সহজেই পানির দাগ সরিয়ে ফেলুন এবং রাখুন পরিষ্কার ও চকচকে।
এসকে//