অপরাধ

রাজধানীর নাখালপাড়ায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি: ডিএমপি

রাজধানীর পশ্চিম নাখাল পাড়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র তেজগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। গ্রেপ্তারকৃতরা হলো: মো. আজিজুর ইসলাম (৩৫), মো. রাজু (২৮) ও মো. রফিকুল ইসলাম (৩০)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, ২৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৩শ’ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল, মাদক  বিক্রির নগদ ১৭ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি জানায়, তেজগাঁও থানায় গ্রেপ্তারকৃত আজিজুরের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, রাজুর বিরুদ্ধে পাঁচটি ও রফিকুলের বিরুদ্ধে একটি  মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি | ছিনতাইকারী