রাজনীতি

সংস্কারের মূল দায়িত্ব জনগণের : সিপিবি

সংস্কারের মূল দায়িত্ব জনগণের। এটি তাদের ওপরে ছেড়ে দিতে হবে।এছাড়া এ মুহুর্তে গণপরিষদ অপ্রয়োজনীয় বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (২৩ মার্চ) সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কশিমনের সঙ্গে দেখা করার সিপিবির সাধারণ সম্পাদক  রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি টিক চিহ্ন দেওয়া নয়। এ জন্য উপযুক্ত পদ্ধতি হচ্ছে আলাপআলোচনা করা। তাঁরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন। সেখানে সব সুপারিশের বিষয়ে দলের মতামত তুলে ধরা হবে

প্রিন্স বলেন, কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, তার অনেকগুলোর সঙ্গে সিপিবি একমত। অনেক প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে দ্বিমত রয়েছে। অনেকগুলো প্রস্তাবের বিকল্প প্রস্তাব আছে। অনেকগুলো প্রস্তাবে একেবারেই নাকচ করে দেয়ার আছে।

তিনি আরও বলেন, সুপারিশের ১৬৬টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট

সিপিবি নেতা বলেন,  অনেক কিছু যদি শুধু হ্যাঁ/না’–এর মধ্যে থাকি, তাহলে পুরো যে সংস্কার প্রস্তাব, সেটা একটা ভুলবোঝাবুঝির জায়গায় যাবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সিপিবি