বিনোদন

১০ দিনের পরিচয়েই বিয়ের প্রস্তাব, প্রেমের সময় পাননি অমিতাভ কন্যা শ্বেতা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন সম্প্রতি গণমাধ্যমে একটি তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, নিখিল নন্দার সঙ্গে মাত্র ১০ দিনের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

সিমি গারেওয়ালের শোতে শ্বেতা তার বিয়ে সংক্রান্ত বিষয়টি শেয়ার করেন। যেখানে অমিতাভ, জয়া এবং অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিখিলের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় মুম্বইয়ে কলেজে পড়াকালীন সময় ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার মাধ্যমে। মাত্র ১০ দিনের মধ্যে নিখিল আমাকে প্রেমের প্রস্তাব দেন এবং আমি পাঁচ মিনিটের মধ্যে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই।

শ্বেতা আরও জানান, নিখিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার পরিবারও বলিউডের সাথে গভীরভাবে জড়িত।তাছাড়া নিখিলের প্রতি তীব্র আস্থাশীল ছিলেন তিনি তাই খুব দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।

নিখিল কিংবদন্তি রাজ কাপুরের নাতি যার মাধ্যমে শ্বেতার পরিবারও বলিউডের সাথে সম্পর্কিত।নিখিল নন্দার পরিবারের সঙ্গে বলিউডের অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে যেমন ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, করিশ্মা কাপুর, করিনা কাপুর এবং রণবীর কাপুর।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন অমিতাভ বচ্চন | শ্বেতা বচ্চন ও নিখিল