আন্তর্জাতিক

মেক্সিকোতে খাদে গাড়ি পড়ে নিহত ১২, আগুনে পুড়েছে ২ হেক্টর জমি

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খাদে পড়ে যাওয়ার পর গাড়িতে আগুন লেগে যায় এং সেই আগুন আশপাশের বনেও ছড়িয়ে পড়ে। পরে সেই আগুন নেভানোর জন্য হেলিকপ্টার পাঠানো হলেও তা নিয়ন্ত্রণের আগেই ২ হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বার্তাসংস্থাটি জানিয়েছে, রোববার উত্তর মেক্সিকোতে একটি ভ্যান খাদে পড়ে আগুন ধরে যাওয়ার পর ১২ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর প্রদেশ নুয়েভো লিওনে। দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী মন্টেরে থেকে অল্প দূরে।

সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। 

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৯৪ ফুট (১২০ মিটার) খাদে পড়ে যাওয়া ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা কোথা থেকে এসেছিলেন এবং চালকও ওই ১৬ জনের মধ্যে ছিলেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলেই কিছু লোক মারা গেলেও, অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তারা পরে মারা যান। কর্তৃপক্ষের শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা গেছে, একটি শুকনো বন থেকে ধোঁয়া উঠছে, যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং একটি হেলিকপ্টার সেই আগুন নেভানোর জন্য কাজ করছে।

রাজ্য কর্তৃপক্ষ অনুমান করছে, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে গিয়ে ১১ জন নিহত হন। এর আগে, গত মাসে দক্ষিণ মেক্সিকোতেই একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪১ জনের প্রাণহানি ঘটে।

এছাড়া গেলো বছরের শেষের দিকে মধ্য মেক্সিকোতে আরেকটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন মেক্সিকো | সড়ক দুর্ঘটনা