বিনোদন

জীবন্ত পুড়িয়ে দেয়ার হুমকি, থানায় অভিযোগ মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেলার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রায় (২২) গেলো কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন।  তিনি দাবি করেছেন, তাকে জীবন্ত পুড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। একের পর এক হুমকির সম্মুখীন হয়ে শেষমেশ পুলিশের দারস্ত হন ওই তরুণী।

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা অ্যাঞ্জেল রায় অভিযোগ করেছেন, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একাধিক অপরিচিত ব্যক্তির মাধ্যমে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।

এ বিষয়ে অ্যাঞ্জেল জানান, তিনি ওই হুমকির প্রেরকদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলেও হুমকি থেমে থাকেনি।  গেলো ১৬ মার্চ ই-মেইলে তাকে আবারও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে আরও একবার আতঙ্কিত হয়ে পড়েন তিনি এবং তারপরেই তিনি মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অ্যাঞ্জেল রায় বর্তমানে সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয়।  তার ২৫ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারের কাজ করছেন। সম্প্রতি 'ঘোটালা' নামে এক ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। এরপর থেকে তার বিরুদ্ধে হুমকির পরিমাণ আরও বেড়ে যায়। এই হুমকির কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অ্যাঞ্জেল ।

পুলিশ জানিয়েছে, তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও অ্যাঞ্জেল রায় এখন পর্যন্ত সঠিক পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আশা প্রকাশ করেছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন মুম্বাইয়ে | অ্যাঞ্জেল রাই