পহেলা বৈশাখে নতুনত্ব আনার উদ্দেশ্যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছিলেন বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা।
সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে অনুষ্ঠিত এই বৈঠক ১টার দিকে শেষ হয়। বৈঠকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুপুরে ব্রিফিংকালে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, শোভাযাত্রায় কী কী থাকবে, কীভাবে আয়োজন করা হবে, এসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি।
মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারে উৎসব দুই দিনব্যাপী হবে। এছাড়া স্লোগান হবে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
এর আগে রোববার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবারের মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র বাঙালি সম্প্রদায়ের জন্য নয়, বরং চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে আয়োজন করা হবে। পাশাপাশি, শোভাযাত্রায় নতুন চমকও থাকবে বলে তিনি জানিয়েছেন।
এসি//