খেলাধুলা

তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সঙ্গে

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে যেয়ে অসুস্থতা অনুভব করেন তিনি। এরপর সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। তামিমের হার্টে ব্লক ধরা পড়ে, এরপর পরানো হয় রিং। আগের চেয়ে এখন অনেকটা ভালো অবস্থায় আছেন তিনি।

সোমবার (২৪ মার্চ) বিকেলের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

জানা যায়, তামিম আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। এরমধ্যে প্রথম ২৪ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ।

হাসপাতালে তামিমের পাশে আছেন তার পরিবারের সদস্যরা। পাশাপাশি দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা সেখানে আছেন।

আজ সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ও মোহামেডানের ম্যাচ ছিল। যেখানে মোহামেডানের পক্ষে টস করতে নেমেছিলেন অধিনায়ক তামিম। এরপরই হঠাৎ করে অসুস্থ অনুভব করেন তিনি। তাকে আশুলিয়ার কেপিজে হাসপাতালে আনা হলে, চিকিৎসকরা জানান, তামিমের হার্টে ব্লক রয়েছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তামিম ইকবাল